পৃষ্ঠাসমূহ

Thursday, December 18, 2014

খুলনায় ভারতীয় দূতাবাসের শাখা শীঘ্রই


চিকিৎসা ভিসার জন্য অনলাইন সিরিয়াল লাগবে না
এ এইচ হিমালয় : ভারতীয় ভিসার জন্য আর ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে না রোগীদের। অনলাইন সিরিয়ালের জন্য দৌড়ঝাঁপ, সেই সাথে দালালদের পেছনেও আর ঘুরতে হবে না। আগামী রোববার থেকে অসুস্থ রোগীরা চিকিৎসকের পরামর্শপত্র জমা দিলেই ভিসার জন্য আবেদন করতে পারবেন। রোগীদের জন্য অনলাইন সিরিয়ালের প্রয়োজন পড়বে না। খুলনার মানুষদের জন্য আরও সু-খবর দিয়েছে ভারতীয় দূতাবাস। অচিরেই খুলনায় ভারতীয় দূতাবাসের শাখা খোলা হচ্ছে। ফলে খুলনা থেকেই ভিসার আবেদনপত্র গ্রহণ, খুলনাতেই প্রেসেসিং এবং এখান থেকেই ভিসা দেয়া হবে।  খুলনাসহ দক্ষিণাঞ্চলের মানুষের কষ্ট লাঘবে ২০১১ সালের ২৯ মে খুলনায় শুরু হয় ভিসার আবেদন গ্রহণ কেন্দ্র। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার খুলনা শাখার মাধ্যমে এই আবেদন জমা নেয়া হতো। কিন্তু অনলাইনের সিরিয়াল নিয়ে শুরু হয় জটিলতা। অনলাইনে সিরিয়াল না মিললে ভিসার আবেদন করা যায় না। আর এই সিরিয়ালের জন্য দালালদের পেছনে দিনের পর দিন ঘুরতে হয় ভিসা প্রত্যাশীদের। অকারণে ব্যয় করতে হয় হাজার হাজার টাকা। ওয়েব সাইট হ্যাকের মাধ্যমে মুষ্টিমেয় ব্যক্তিরা সিরিয়াল নিয়ন্ত্রণ করায় ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। অনেক রোগী চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিয়েও ভিসার অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন। এসব কারণেই রোগীদের জন্য ভিসা প্রাপ্তি সহজ করা হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী পূর্বাঞ্চলকে বলেন, এখন থেকে কোনো অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য ভারত সফরে যেতে কম্পিউটার অনলাইনে সিরিয়ালের জন্য অপেক্ষা করতে হবে না। চিকিৎসকের পরামর্শপত্রসহ খুলনা ভিসা সেন্টারে জমা দিয়ে রোগীরা ভিসা নিতে পারবেন। এ ব্যাপারে গতকালই নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরও জানান, খুলনার মানুষের জন্য ভিসাপ্রাপ্তি আরও সহজ করতে খুলনায় ভারতীয় দূতাবাসের একটি শাখা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য ইতোমধ্যে সরকারের কাছ থেকে অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পাওয়ার সাথে সাথেই খুলনা ভারতীয় দূতাবাসের শাখা খোলার কাজ শুরু হবে। ফলে খুলনাসহ দক্ষিণাঞ্চলের মানুষের ভিসা পেতে আগের থেকে কম কষ্ট হবে।  ভিসা অফিস সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত মৌখিক নির্দেশনা গতকালই তারা পেয়েছেন। আগামী রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। তবে চিকিৎসকের পরামর্শপত্র যাতে কেউ খারাপ কাজে ব্যবহার না করে সেজন্য বিশেষ নির্দেশনা দেয়া হবে। অন্যথায় দেখা যাবে, প্রকৃত রোগীরা চিকিৎসকের পরামর্শপত্র দিয়ে ভিসা না পেলেও ভুয়া পরামর্শপত্র দিয়ে দালালরা ভিসা নিচ্ছে।

No comments:

Post a Comment